প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩০
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত বছরের ডিসেম্বরে দেশ ছাড়তে বাধ্য হন বিদ্রোহীদের আক্রমণের মুখে। সেই সময় ইরান তাকে উদ্ধার করতে চেয়েছিল এবং এজন্য একটি বিমানও পাঠিয়েছিল। তবে ইসরায়েল তা সফলভাবে প্রতিরোধ করে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।