প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক উচ্চপর্যায়ের বৈঠকে কৃষি আমদানির ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশেষ করে ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানিকে লক্ষ্য করে এই শুল্ক আরোপের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, আমদানিকৃত কৃষিপণ্য দেশীয় উৎপাদকদের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি করছে, তাই আমেরিকান কৃষকদের রক্ষা করতে হলে শক্ত অবস্থান নেওয়া ছাড়া উপায় নেই।
