প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৪

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকালেই এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৫ হিসেবে জানানো হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ মাত্রা নিশ্চিত করা হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের নিকটবর্তী অঞ্চল, যেখানে তীব্র কম্পনে স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
