পানছড়িতে মানবিক সহায়তার উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৫ অপরাহ্ন
পানছড়িতে মানবিক সহায়তার উদযাপন

খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি ও লোগাং জোনের সমন্বয়ে অসহায় ও দুর্ধর্ষ পরিবারগুলোর পাশে সহায়তার হাত বাড়ানো হয়েছে।  

২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় এলাকাভুক্ত কার্যক্রমে পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের উপস্থিতিতে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।  

জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি এর নেতৃত্বে এই মানবিক উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত করা হয়।  

চারটি অসহায় পরিবারকে চার বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে যা তাদের জীবিকা নির্বাহে সহায়ক হবে।  

সেলাই কাজে অভিজ্ঞ ছয়জন অসহায় মহিলাকে আধুনিক সেলাই মেশিন প্রদান করে তাদের দক্ষতা ও আত্মনির্ভরতার প্রয়াসকে ত্বরান্বিত করা হয়।  

দুইটি পরিবারকে দুটি টিউবওয়েল ও একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে মোমবাতি তৈরীর যন্ত্র সহ আর্থিক অনুদানের মাধ্যমে স্বনির্ভরতার উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হয়।  

একটি বৌদ্ধ বিহার সংস্কারের কাজের জন্য এক হাজার ইট প্রদান করা এবং আটজন দুর্ভাগ্যবানকে আর্থিক সহায়তা প্রদান করে আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।