ঠাকুরগাঁওয়ে শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে আইনজীবীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২০ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে আইনজীবীদের ক্ষোভ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জেলা আইনজীবী সমিতির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে দেখেন, শহীদ মিনারের চারপাশ বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং শ্রদ্ধা নিবেদনের জন্য কোনো স্থান রাখা হয়নি। এর ফলে তারা শহীদ মিনার থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হন।


আইনজীবীদের জন্য আগেই জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সময় ও স্থান ছিল, যেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। তবে শহীদ মিনারে এসে তারা দেখতে পান, চিঠিতে উল্লেখিত সময় এবং স্থানে শ্রদ্ধা জানানো সম্ভব হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে দ্রুত আলোচনা শুরু হয় এবং সমালোচনা বৃদ্ধি পায়।


জেলা প্রশাসনের এক চিঠি অনুযায়ী, রাত ১২টা ১ মিনিটে বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কথা ছিল, তবে আইনজীবী সমিতিকে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়নি। এই বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক বলেন, "সরকারি কর্মসূচীর অংশ হিসেবে আমাদের জানানো হয়েছিল কিন্তু পরে আমাদের জানানো হয়নি যে, স্থান পরিবর্তন করা হয়েছে।"


তিনি আরও বলেন, "এভাবে আমাদের বিবৃত করা খুবই দুঃখজনক। আমাদের মতামতও নিলে ভালো হতো, তবে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, যেখানে যাই।"


এদিকে, শহীদ মিনারের চারপাশ বাঁশ দিয়ে ঘেরা থাকায় কিছু শিক্ষার্থীরাও হতাশা প্রকাশ করেন। এক সহকারী অধ্যাপক বলেন, "প্রতিবছর রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা জানাতে এসেছি, কিন্তু এবার ভিন্ন পরিস্থিতি। ভেন্যু পরিবর্তন হয়ে থাকলে তার ব্যাপারে আগেই জানানো উচিত ছিল।"


এছাড়া, কিছু শিক্ষার্থী এবং স্থানীয়রা জানিয়েছেন, শহীদ মিনারের আশপাশের পরিবেশ আগের মতো পরিষ্কার ছিল না। তারা মনে করেন, এ ধরনের অবহেলা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অসম্মান। তারা সামাজিক মাধ্যমে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং শহীদ মিনারকে সবার জন্য উন্মুক্ত রাখতে সরকারের কাছে দাবি জানান।