দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলার শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার(২১ফেব্রুয়ারী)সকালে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে কার্যালয় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, ওলামা পরিষদের সেক্রেটারী আব্দুল মান্নান,অফিস সেক্রেটারী মীর শহীদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্বরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।