খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, "পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে, কর্মস্পৃহা বাড়ায় ও পারস্পরিক সম্পর্ক উন্নত করে।"
জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে ভ্রাতৃত্ব বোধকে আরো দৃঢ় করে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে মোট ৮টি দল অংশ নিচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম, সহকারি পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) অমিত কুমার দাশ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হান, খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ খাগড়াছড়ি জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।