সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে নিহত ১, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২১শে মে ২০২৪ ০৫:৪২ অপরাহ্ন
সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে নিহত ১, আহত ৩০

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনিতে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ যাত্রী।


সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, টার্বুলেন্সের কবলে পড়ার পর বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি ব্যাংককে ডাইভার্ট করা হয়। যেখানে, বিমানটি মঙ্গলবার (২১ মে) বিকেল পৌনে ৪টায় অবতরণ করে।


সিঙ্গাপুর এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং যাত্রীদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে।


বিমানটিতে হঠাৎ কী ধরনের ত্রুটি দেখা দেয়, এ বিষয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ স্পষ্ট কিছু বলেনি সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী চি হং টাট বলেছেন, তাদের সরকার ওই বিমানে থাকা যাত্রী ও তাদের পরিবারকে সহায়তা দেবে।