https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তুরস্ক ও সিরিয়ায় নিহত ৫২ হাজার ছাড়াল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২৩, ১৬:৫৬

শেয়ার করুনঃ
তুরস্ক ও সিরিয়ায় নিহত ৫২ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে।বুধবার (১ মার্চ) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৫২ হাজার ৩৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৪৫ হাজার ৮৯ এবং সিরিয়ায় ৭ হাজার ২৫৯ জন।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এরপর গত ২০ ফেব্রুয়ারি রাতে ফের ৬ দশমিক ৪ এবং ৫ দশমিক ৮ মাত্রায় দুটি ভূমিকম্প আঘাত হানে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

প্রথম ভূমিকম্পের পর দেশটিতে ১১ হাজারের বেশি আফটারশক হয়েছে। ভূমিকম্পে দেড় লাখেরও বেশি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভূমিকম্পে আড়াই কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

এদিকে তুরস্ক সরকার জানিয়েছে, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় মার্চের প্রথম দিকে ৩ লাখের বেশি বাড়ি নির্মাণ শুরু করবে এবং এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করবে।উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কোনো ট্যাগ পাওয়া যায়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোর মধ্যে আতঙ্ক

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোর মধ্যে আতঙ্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে, যার কম্পন প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে। বাংলাদেশ, ভারত, লাওস, থাইল্যান্ড এবং চীনের বিভিন্ন অংশে এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়। তবে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি এমন যে, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। অন্য সূত্রের

বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়তে চায় চীন

বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়তে চায় চীন

চীন বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী এবং এ লক্ষ্যে দেশটির এক্সিম ব্যাংক বাংলাদেশে চীনা শিল্প কারখানা স্থানান্তরের সহায়তা দেবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) চীন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ।   চেন হুয়াইউ বলেন, চীনের অনেক কোম্পানি বৈশ্বিক বাজারে প্রবেশ করছে এবং বাংলাদেশকে তারা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।   শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে তিনি ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি

ভারতের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ- যুক্তরাষ্ট্র

ভারতের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ- যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফেডরাল প্যানেল ইউএসসিআইআরএফের এক প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈষম্য ও সহিংসতার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা র’এর বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের টার্টেট করে অপারেশন চালানোর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।   এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে। বিশেষ করে

ইউরোপীয় ইউনিয়নের আহ্বান: গাজায় ইসরাইলি হামলা বন্ধ করুন

ইউরোপীয় ইউনিয়নের আহ্বান: গাজায় ইসরাইলি হামলা বন্ধ করুন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস গাজায় ইসরাইলের নতুন করে শুরু করা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। রোববার মিশরের কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গাজায় চলমান সংঘাত বন্ধ এবং মানবিক সহায়তা পুনরায় চালু করার ওপর জোর দেন তিনি।   কাজা ক্যালাস বলেন, ইসরাইলের পুনরায় যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়ন।