প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ৩:২১
মামার মৃত্যুর আগেই উঠোনে থাকা রান্নাঘরে গর্ত খুঁড়ে রাখল ভাগ্নে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাণাঘাট থানার কুপার্স পুরসভার চার নম্বর ওয়ার্ডে। বিষয়টি জানাজানি হতেই তাঁদের বাড়ি চলে আসেন পুলিস কর্মীরা।
এরপর মামাকে গৃহবন্দি এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেই বৃদ্ধের। মৃতের নাম মন্টু শিকদার (৬০)।
আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই মূলত এই কাণ্ড। বৃদ্ধ মামাকে বেশ কিছুদিন ধরেই হাত-পা বেঁধে ঘরবন্দি অবস্থায় ফেলে রেখেছিল ভাগ্নে। এরপর সম্ভবত দেহ লোপাটের জন্যই রান্নাঘরে গর্ত খুঁড়ে রেখেছিল সে। যদিও তার আগেই অভিযুক্তের সমস্ত ফন্দি জানাজানি হয়ে যায়।
পুলিস ইতিমধ্যেই অভিযুক্ত ভাগ্নে বিপুল মন্ডলকে গ্রেপ্তার করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামার ওই অবস্থার কারণ কী? কেন রান্নাঘরে বিপুল গর্ত খুঁড়ে রেখেছিল? এসব জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।