রুশ বাহিনীর বিপক্ষে লড়ছেন জর্জিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী :ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ৯ই মার্চ ২০২২ ১২:০০ অপরাহ্ন
রুশ বাহিনীর বিপক্ষে লড়ছেন জর্জিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী :ইউক্রেন

ইউক্রেনে রুশ বাহিনীর বিপক্ষে লড়ছেন জর্জিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইরাকলি ওকরুয়াশভিলি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জর্জিয়া থেকে স্বেচ্ছাসেবকরা ইউক্রেনে রুশ বাহিনীর বিপক্ষে লড়ছেন। সেই দলে আছেন জর্জিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীও।


২০০৪ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত জর্জিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইরাকলি ওকরুয়াশভিলি।উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।