বিজয় দিবসে খাগড়াছড়িতে পর্যটকদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪ ০৭:২২ অপরাহ্ন
বিজয় দিবসে খাগড়াছড়িতে পর্যটকদের উপচে পড়া ভিড়

বিজয় দিবসের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শীতের আমেজ এবং ছুটির সুযোগে জেলার প্রধান পর্যটনকেন্দ্রগুলো যেমন আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, নন্দনকানন, ও ঝুলন্ত ব্রিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল পর্যটকদের সরব উপস্থিতি।



আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এদিন পর্যটকদের টিকেট কাটতে হয়নি। বিনামূল্যে প্রবেশের ফলে ভ্রমণপিপাসুরা আলুটিলার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছে। দুপুর পর্যন্ত কয়েক হাজার পর্যটক ভ্রমণ করেন। সারাদিনে প্রায় ৭ হাজার পর্যটক আলুটিলা পরিদর্শন করেছেন বলে তিনি জানান।



চট্টগ্রাম থেকে আগত পর্যটক সোহেল রানা জানান, সাজেকে যাওয়ার পরিকল্পনা থাকলেও কটেজ খালি না থাকায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “শুক্র ও শনিবারের মতো ছুটির দিনে কটেজ খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। সাজেকে আরও কটেজ নির্মাণের প্রয়োজন বলে মনে করি।”



ঢাকা থেকে আগত ইসমাঈল হোসেন জানান, এটি তার প্রথম খাগড়াছড়ি ভ্রমণ। তিনি বলেন, “খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো অত্যন্ত মনোমুগ্ধকর। ভবিষ্যতে আমি আমার পরিবার নিয়ে আবার আসতে চাই।”



পর্যটকরা খাগড়াছড়ির সৌন্দর্যে মুগ্ধ হলেও পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ-সুবিধার উন্নয়ন চেয়েছেন। সাজেকসহ অন্যান্য পর্যটনকেন্দ্রে আরও কটেজ নির্মাণ এবং পরিবহন ব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।