কলকাতায় গেস্ট হাউসের আগুনে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১২ই মার্চ ২০২২ ১২:৪৮ অপরাহ্ন
কলকাতায় গেস্ট হাউসের আগুনে বাংলাদেশির মৃত্যু

কলকাতায় একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম সামিমাতুল আরস (৬০)। এ সময় ধোঁয়ায় আরও এক বাংলাদেশি অসুস্থ হয়ে পড়লে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শনিবার ভোরে (১২ মার্চ) ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটে এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ১০-১২টি ঘর পুড়ে যায়।স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ফায়ারের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


ওই গেস্ট হাউসের এক কর্মী জানান, রিসেপশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে যায় অন্য ঘরগুলোতে। ওই ঘরগুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে আনা হয়। উদ্ধার করা হয় ১৬ জনকে।তিনি আরও বলেন, এ ঘটনায় সামিমাতুল আরস নামে এক বাংলাদেশি বৃদ্ধা মারা গেছে। বছর মইনূল হক (৩৫) নামে আরও এক বাংলাদেশি নাগরিককে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।