বিজয় দিবসে সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪ ০৬:৪৮ অপরাহ্ন
বিজয় দিবসে সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

বিজয় দিবসে জয়পুরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়


মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের ঘটনা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের হাটখোলা সীমান্তের মেইন পিলার-২৮১/২ সাব পিলার এলাকায় শূন্যরেখায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।


হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্পের কমান্ডার এসআই কেএম জুসির হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা পৌঁছে দেন। এ সময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং ঘটনাটি সম্প্রীতির আবহে উদযাপিত হয়।


বিজিবি হাটখোলা বিওপি কমান্ডার অসীম কুমার মারাক জানান, “সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আমরা বিভিন্ন জাতীয় এবং ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও ফুল বিনিময় করে থাকি। এটি আমাদের দায়িত্ব পালনের সময় সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।”


বিএসএফ গয়েশপুর ক্যাম্পের কমান্ডার কেএম জুসি ভারতীয় বাহিনীর পক্ষে বাংলাদেশের জনগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এ ধরনের শুভেচ্ছা বিনিময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরও শক্তিশালী করে।”


উভয় বাহিনীর এই ধরনের উদ্যোগ কেবল সীমান্তে শান্তি ও সুসম্পর্ক বজায় রাখতেই নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার উদাহরণও স্থাপন করে।


এ শুভেচ্ছা বিনিময়কে ঘিরে সীমান্ত এলাকাজুড়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।