রাশিয়ার ৪টি বিমান ভূপাতিত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই মার্চ ২০২২ ০৬:১৬ অপরাহ্ন
রাশিয়ার ৪টি বিমান ভূপাতিত

রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের সেনা বাহিনী। সম্প্রতি দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনীয় বাহিনী এক ফেসবুকে বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী তিনটি রুশ এসইউ-৩০এম এবং একটি এসইউ -৩৪ বোমারু বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরেকটি বিধ্বস্ত বিমানের মডেল শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া একটি ড্রোনেও হামলা চালানো হয়।


তবে ইউক্রেনের এই দাবি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি মস্কো।


এদিকে, বৃহস্পতিবার (১৭ মার্চ) কিয়েভ-মস্কো যুদ্ধের ২২ দিন গড়িয়েছে। এরই মধ্যেই ক্রেমলিনের হামলার মুখে পড়ে বিপর্যস্ত ইউক্রেন। ইতোমধ্যে ইউক্রেনের ১০টি শহর রুশ সেনার দখলে চলে গেছে। আর যুদ্ধ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে দুই দেশ। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি।


যুক্তরাষ্ট্রের দাবি, ২২ দিনের সংঘাতে ইউক্রেনের হাতে নিহত হয়েছেন প্রায় সাত হাজার রুশ সেনা।


এছাড়া যুক্তরাজ্য দাবি করেছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সব ফ্রন্টেই থমকে পড়েছে।