প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২২:২৬
পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে না পারলেও নদী তীরবর্তী চর ও নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে শতাধিক মাছের ঘের, শাকসবজির খেত ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। একইসঙ্গে নদীর দু’পাশের রক্ষা বাঁধগুলো চরম ঝুঁকিতে পড়েছে।
