স্বর্ণের দাম কমল বিশ্ববাজারে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই ফেব্রুয়ারি ২০২২ ১০:১২ অপরাহ্ন
স্বর্ণের দাম কমল বিশ্ববাজারে

 ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছিল রাশিয়া। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা বিরাজ করছিল। তবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু সৈন্য তাদের ঘাঁটিতে ফিরে আসছে।


এই খবরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এদিন স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স এই স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৬ দশমিক ৪৬ ডলার। এর আগে গত ১১ জুনের পর ৮ মাসের মধ্যে এই মূল্যবান ধাতুটির দাম ওঠে সর্বোচ্চ। এসময়ে ইউএস গোল্ড ফিউচার্সের দরপতন হয় ১ শতাংশ।  তাতে প্রতি আউন্স এই স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৫১ দশমিক শূন্য ডলার।


নিউইয়র্কভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ওএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ক্রেগ আর্লাম বলেন, গত শুক্রবার শেষদিকে যুক্তরাষ্ট্রে অধিবেশনে আমরা যা দেখেছি, সোমবার পর্যন্ত তা অব্যাহত ছিল। সবাই ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে ভীত ছিলেন। ফলে স্বর্ণের দাম বেড়ে যায়। সেখান থেকে বাজার ফিরে এসেছে। ব্যাংক অব চীনা ইন্টারন্যাশনালের পণ্যবাজার কৌশলের প্রধান শিয়াও ফু বলেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি কমলে স্বর্ণের দাম কমতে পারে। তবে এখনও বাজার চড়ায় থাকবে। 


ইউক্রেন ইস্যুতে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারে দর বাড়ে। গত ১০ ফেব্রুয়ারি নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৭৪ হাজার ৯৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকা।