প্রকাশ: ১২ জুন ২০২১, ০:৯
করোনা মহামারির কারণে এবারও বিদেশিরা হজ করতে পারবেন না। শুধু দেশটির নাগরিক এবং বাসিন্দারাই এবারের হজে অংশ নিতে পারবেন। তবে এর মধ্যেও টানা হয়েছে সীমা। সর্বোচ্চ ৬০ হাজার মানুষ হজে অংশ নেবেন।
শনিবার (১২ জুন) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ প্রতিবেদনে আরো জানানো হয়, শুধুমাত্র ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তি যারা করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন- তারাই হজে অংশ নেবেন।
দেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ হতে হজযাত্রীগণ হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।’
গত বছর সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়। এ বছর হজ পালনের সম্ভাব্য তারিখ ১৭ জুলাই। আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়নি।
করোনা মহামারির কারণে গত বছরও সীমিত পরিসরে হজের আয়োজন করেছিল সৌদি কর্তৃপক্ষ। মহামারির আগে প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম হজে সমবেত হতেন। এ ছাড়া বছরজুড়ে ওমরাহ হজ করেন আরও অনেকে। তবে গত বছর হজ করেন সৌদিতে অবস্থানরত মাত্র সহস্রাধিক লোক। সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠার পর এর আগে হজ নিয়ে কখনও এত বড় সমস্যা দেখা যায়নি।
#ইনিউজ৭১/জিয়া/২০২১