প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ২২:০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ এ খবর নিশ্চিত করেছে। ম্যাক্রোঁ এখন স্বাস্থ্যবিধি মেনে সাতদিনের জন্য আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছে তারা।
এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, উপসর্গ দেখা দেয়ার পর কোভিড-১৯ পরীক্ষা করান ৪২ বছর বয়সী ম্যাক্রোঁ। তিনি এখন সাতদিনের জন্য আইসোলেশনে থাকবেন। ফ্রান্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ম্যাক্রোঁ এখনও দেশ পরিচালনার ‘দায়িত্বে’ রয়েছেন। তবে তিনি এখন দূর থেকে কাজ করবেন।
ফ্রান্স করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় করোনার সংক্রমণ ঠেকাতে চলতি সপ্তাহে রাত্রিকালীন কারফিউ দিয়েছে ফ্রান্স।যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, করোনা মহামারি শুরু হওয়ার পর ফ্রান্সে এ পর্যন্ত ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪০০ জনের বেশি মানুষের।