প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ৩:৫৯
বহু প্রত্যাশিত করোনা টিকাদান কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনা টিকা নেয়ার মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে ইতিহাসের পাতায় নাম লেখালেন লং আইল্যান্ডের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের নার্স সান্দ্রা লিন্ডসে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে বহুল আলোচিত এই কর্মসূচির প্রথমদিন বিভিন্ন রাজ্যের ১৫০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেয়া হবে। পর্যায়ক্রমে প্রায় সাড়ে ৬শ’ কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি ছড়িয়ে দেয়া হবে। এবছরের এপ্রিল মাসের ভেতরে কমপক্ষে ১০ কোটি মানুষকে এই টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মার্কিন স্বাস্থ্য বিভাগ।