করোনা মহামারি ঠেকাতে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা ও সৌদি আরবের পর পঞ্চম দেশ হিসেবে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে মেক্সিকো। মেক্সিকোর স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন করে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল। খবর এএফপির।এক সংবাদ সম্মেলনে হুগো লোপেজ বলেন, ‘মেক্সিকো হচ্ছে চতুর্থ দেশ যার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে।’ কার্যত ব্রিটেন, কানাডা, সৌদি আরব ও বাহরাইন ইতোমধ্যে এ ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদন দেয়ায় এক্ষেত্রে মেক্সিকো হচ্ছে পঞ্চম দেশ।
মেক্সিকো সরকার এ সপ্তাহে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের শেষ নাগাদ করোনাভাইরাস মোকাবেলায় তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। প্রথম ধাপে তারা ১ লাখ ২৫ হাজার মানুষকে ২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেবে।তবে এ কর্মসূচি শুরু করতে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস কর্তৃক এ ভ্যাকসিনের অনুমোদন পাওয়া আবশ্যক।মেক্সিকোতে টিকা প্রদানের ক্ষেত্রে এ মহামারি মোকাবেলার সামনের সারিতে থাকা মেডিকেল স্টাফরা অগ্রাধিকার পাবে।
সরকার জানায়, মেক্সিকো ফাইজারের ৩ কোটি ৪৪ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করেছে। প্রথম রাউন্ড টিকা দেয়ার পর তারা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে ১০ লাখ হারে এবং এপ্রিলে ১ কোটি ২০ লাখ টিকা পাওয়ার আশা করছে।উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য। ইতোমধ্যে দেশটিতে ভ্যাকসিন প্রয়োগও শুরু হয়েছে। তবে যাদের এলার্জিজনিত সমস্যা আছে তাদের এই ভ্যাকসিন নেয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।