এক-এগারোর ইঙ্গিত দেখা যাচ্ছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১২ অপরাহ্ন
এক-এগারোর ইঙ্গিত দেখা যাচ্ছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক-এগারোর মতো বিরাজনীতিকরণের একটি পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে। তিনি রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত একটি জাতীয় সংলাপে এসব কথা বলেন। স্কুল অব লিডারশিপ ইউএসএ নামের একটি সংগঠন ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে।


আবদুল মঈন খান বলেন, "এক-এগারোর যে পরিকল্পনা ছিল, সেই বিরাজনীতিকরণ সমস্যা আজকে আবার নতুন করে সামনে এসেছে। আমরা দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয়, তাহলে আজকের এই আলোচনার বিষয়গুলো, যেমন- ‘সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’, সব ভেস্তে যাবে।" তিনি আরও বলেন, এই পরিস্থিতি জনগণের জন্য সমস্যার কারণ হতে পারে, যা দেশকে বিপদে ফেলবে।


অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে তিনি মন্তব্য করেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা অব্যাহত থাকবে। কিন্তু সংস্কার চালানোর মধ্য দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। জরুরি যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো করতে হবে। নির্বাচন শেষ হওয়ার পরেও সংস্কার হতে পারে। তাই আমাদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।"


সংলাপে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, "দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না, কাঠামোগত পরিবর্তন দরকার। নেতারাও জনগণের মন জয় করেই নেতা হতে হবে।" তিনি আরও বলেন, "এই মুহূর্তে নির্বাচনের প্রয়োজনীয়তা খুবই বেশি, কারণ রাজনৈতিক দলগুলোকে এবার প্রার্থী নির্বাচনে খুব যত্নশীল হতে হবে।"


নারী ক্ষমতায়নের প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, "সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তা পরিষ্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে।" তিনি বলেন, "এই বিষয়টি পরিষ্কার হলে জনগণ বুঝতে পারবে কোন দল নারী ক্ষমতায়নে কতটা সৎ এবং আন্তরিক।"


সংলাপে উপস্থিত অন্যান্য বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাজনৈতিক দলের ওপর চাপ দেওয়ার গুরুত্বও তুলে ধরেন। বক্তারা এই বিষয়ে একমত হন যে, সকল রাজনৈতিক দলকে জনগণের প্রত্যাশা পূরণে তাদের ভূমিকা শক্তিশালী করতে হবে এবং নির্বাচনে সঠিক ও যোগ্য প্রার্থীর মনোনয়ন দিতে হবে।