ফাইজার ভ্যাকসিন না পেয়ে হাসপাতাল ভাঙচুর শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৩ই ডিসেম্বর ২০২১ ১০:১৯ অপরাহ্ন
ফাইজার ভ্যাকসিন না পেয়ে হাসপাতাল ভাঙচুর শিক্ষার্থীদের

মাদারীপুরে করোনা ভাইরাসের ফাইজার ভ্যাকসিন না পাওয়ায় হাসপাতালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়।


সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা সদর হাসপাতালের ছয়তলাবিশিষ্ট নতুন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই হাসপাতাল চত্ত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।


জানা গেছে, মাদারীপুর সদরে ১৭ হাজার ৭০০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হয়েছে। এরমধ্যে রবিবার ২ হাজার ৪ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। সোমবার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’ শিক্ষার্থী করোনার ভ্যাকসিন দেয়ার জন্য জেলা সদর হাসপাতালে আসে। তখন হাসপাতাল থেকে জানানো হয় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ভ্যাকসিন এরইমধ্যে শেষ হয়ে গেছে। নতুন ভ্যাকসিন না আসা পর্যন্ত তাদের আর কোনো ভ্যাকসিন দেয়া সম্ভব নয়। এতেই ক্ষিপ্ত হয়ে প্রথমে বিক্ষোভ পরে হাসপাতালটিতে ভাঙচুর চালানো হয়। 


মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মেদ খান বলেন, ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হয়েছে। টিকা শেষ হয়ে যাওয়ায় সোমবার শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়নি। টিকা না পেয়ে কিছু শিক্ষার্থী হাসপাতালে ভাঙচুর চালায়।


তিনি বলেন, দুই-একদিনের মধ্যেই আরও অনেক টিকা মাদারীপুরে আসবে। আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে শিক্ষার্থীদের তালিকা চেয়েছি। এখন থেকে শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী টিকা দেয়া হবে।