সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫১ অপরাহ্ন
সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের উপদেষ্টাদের বক্তব্য ও কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা একদিকে ঝুঁকে যাচ্ছেন। জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারালে এই সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারাবে।  


বুধবার বিকেলে নোয়াখালী জেলা জজকোর্ট সড়কে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।  


আমীর খসরু বলেন, সরকারের নতুন নতুন পরিকল্পনার নামে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। কখনো আনুপাতিক নির্বাচন, কখনো স্থানীয় সরকার নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন—এভাবে পরিকল্পনা সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, দেশের মালিক জনগণ, তাদের ম্যান্ডেট ছাড়া কেউ ক্ষমতায় থাকতে পারবে না।  


তিনি আরও বলেন, যারা এই সরকারকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন, তারা মূলত নিজেদের স্বার্থরক্ষার জন্য কাজ করছেন। কিন্তু জনগণের রায় ছাড়া ক্ষমতায় থাকা সম্ভব নয়। ১৬ বছর ধরে মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে এ পরিস্থিতির অবসান হবে না।  


বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, দেশে প্রতিদিন গণতন্ত্রহীনতা বাড়ছে, সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। জনগণ চায় তাদের নির্বাচিত সরকার, যেখানে জবাবদিহিতা থাকবে। তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রের অন্য কোনো বিকল্প নেই।  


বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, দলটি জনগণের চাওয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। বিএনপির একমাত্র লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সংস্কারের নামে যদি সরকার সময়ক্ষেপণ করতে চায়, তাহলে তারা ভুল করবে। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রস্তুত, যা জনগণের চাহিদার ভিত্তিতে গঠিত হয়েছে।  


সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।  


অনুষ্ঠানে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা বলেন, সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে জনগণই তাদের জবাব দেবে।