দেবীদ্বারে শিক্ষার্থীদের কোভিড-১৯ সুরক্ষা টিকাদান

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: রবিবার ২রা জানুয়ারী ২০২২ ০৬:২৩ অপরাহ্ন
দেবীদ্বারে শিক্ষার্থীদের কোভিড-১৯ সুরক্ষা টিকাদান

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে কুমিল্লার দেবীদ্বারে শুরু হয়েছে শিক্ষার্থীদের কোভিড-১৯ সুরক্ষা টিকাদান।


উপজেলার পৌর মিলনায়তনে উক্ত টিকাদান কার্যক্রমের প্রথম দিনে, আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৯৯ জন, হাজী আবিদ আলী হিলফুল ফুযুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫২৫ জন, জালাল উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ১৪০ জন ও গুনাইঘর দারুসুন্নাহ আহমাদিয়া আলিম মাদ্রাসার ২৪০জন শিক্ষার্থী সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১হাজার ২শত ৪জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।


এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হয়েছে।আজ ৪টি প্রতিষ্ঠানের ১,২০৪জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে, ক্রমান্বয়ে সকল শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।