ডিসেম্বরের নির্বাচন না হলে পরিস্থিতি ঘোলাটে হবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
মুহাম্মদ রাশেদুল ইসলাম
প্রকাশিত: শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন
ডিসেম্বরের নির্বাচন না হলে পরিস্থিতি ঘোলাটে হবে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা না করে, তাহলে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তিনি বলেন, বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  


তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় আছে। কখনো তারা বলে নির্বাচনে যাবে, আবার কখনো বলে যাবে না। তিনি ২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে বলেন, ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ও তাদের জোট নির্বাচনে গিয়েছিল, যার ফলে অনেক বিশিষ্ট ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে এমন ভুল না করতে।  


বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নবায়নের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা সংগঠনবিরোধী কার্যক্রমে যুক্ত, তাদের সদস্যপদ নবায়ন করা যাবে না। তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দল ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের থেকে দূরে থাকতে হবে।  


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয়নি। সিন্ডিকেট আগের মতোই সক্রিয় রয়েছে এবং নতুন সরকারকে চাপে ফেলতে কাজ করছে।  


তিনি বলেন, সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের অর্থনৈতিক সংকট আরও বাড়বে। জনগণের দুর্ভোগ লাঘবে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।  


অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযান ইতিবাচক হলেও এখনো অনেক অপরাধী ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। তিনি অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সরকারকে আরও কঠোর হতে বলেন।  


তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরেই অনেক ‘ডেভিল’ রয়েছে, যারা নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, শুধু ছোট অপরাধীদের ধরা যথেষ্ট নয়, বরং নেপথ্যে থাকা বড় অপরাধীদের গ্রেপ্তার করলেই অভিযানের প্রকৃত সাফল্য আসবে।  


তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি সঠিক সময়ে নির্বাচন না দেয়, তবে বিএনপি কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।