জুলাই অভ্যুত্থানের শহীদদের আর্তনাদ আজও শোনা যায়: হাসনাত

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৬:০৬ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থানের শহীদদের আর্তনাদ আজও শোনা যায়: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আর্তনাদ এখনো শোনা যায়। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বুধবার কুমিল্লায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।  


তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা করা হোক।  


এদিন বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ শুরু হয়। হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  


তিনি আরও বলেন, সরকারের ঘোষণাপত্রে শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পাওয়ার যে পরিস্থিতি তা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকার স্বীকৃতি দিতে হবে।  


বৈষম্যবিরোধী আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা শহীদদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাব এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব।