মাদারীপুরের ডাসারে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: শনিবার ২২শে অক্টোবর ২০২২ ০৬:৪৪ অপরাহ্ন
মাদারীপুরের ডাসারে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

মাদারীপুরের ডাসারে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।


জানা যায়, ডাসারের কৃত-সন্তান,সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের ছোট ভাই, কনসালটেন্ট আই সার্জন ডাঃ সৈয়দ আবুল হাসান(এমবিবিএস,ডিও(ঢাকা),এফসিএএস ও ফআইসিও(জাপান),ফেলো কর্নিয়া ও ল্যাসিক(এল ভি পি ই আই) ফেলো কাটারেক্ট ও রিফরেকটিভ সার্জারী(জাপান)। স্পেশালিটিঃ কর্নিয়া,ফ্যাকো ও ল্যাসিক। 


তিনি প্রতিবছরের ন্যায় এবারও তার নিজ এলাকা ডাসারে প্রায় পাচ শতাধীক নারীও পুরুষ রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন এবং ঔষধ বিতরন করেন।