প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮
যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি, সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাপক চাপে পড়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে তিনি লন্ডনে একটি ফ্ল্যাট উপহার হিসেবে পেয়েছিলেন, যা তিনি গোপন রেখেছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের দাবি, ২০২২ সালে টিউলিপের ওই ফ্ল্যাট নিয়ে তদন্ত হয়, যেখানে তিনি মিথ্যা বলেন যে ফ্ল্যাটটি তার বাবা-মা কিনে দিয়েছেন। তবে লেবার পার্টির একটি সূত্র জানিয়েছে, ফ্ল্যাটটি আসলে শেখ হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
ডেইলি মেইল আরও জানিয়েছে, ওই সময় টিউলিপ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং হুমকি দেন। কিন্তু সম্প্রতি বিষয়টি প্রকাশিত হওয়ায় তিনি চাপে পড়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, টিউলিপের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করবেন মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা। এছাড়া জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।
বিতর্কিত এই ঘটনায় টিউলিপ সিদ্দিক তার পূর্বের অবস্থান থেকে সরে এসেছেন বলে জানিয়েছে একটি সূত্র। ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।