সারাদেশের ন্যায় দ্বিতীয় বারের মত বরিশালের বাবুগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত হওয়া রোধকল্পে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। মঙ্গলবার (২৮) সেপ্টেম্বর সকাল ৯ টায় বাবুগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে একযোগে শুরু হয়েছে এ টিকাদান কর্মসূচি। ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী পুরুষ করোনা ভাইরাসের গণটিকা গ্রহন করতে পারবেন এমন ঘোষনায় প্রতিটি ইউনিয়নে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে, উপজেলার মাধবপাশা, দেহেরগতি, রহমত, চাঁদপাশা এবং কেদারপুর ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে শতশত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়েছেন টিকা গ্রহনের লক্ষে। জাতীয় পরিচয় পত্র নিয়ে যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই এসেছেন টিকা নিতে।
এদিকে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাবুগঞ্জ ও এয়ারপোর্ট থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ লাইনে দাঁড়ানো মানুষদের আইন শৃৃংখলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করছেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সকলে মিলে উৎসব মুখর পরিবেশে টিকা প্রদান বাস্তবায়নে একযোগে কাজ করছেন। তিনি বলেন গণটিকাদান কর্মসূচি মানুষের মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনা তৈরি করবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আনসার ও সাধারন জনগণের আন্তরিক সহযোগিতায় আজ এক দিনে ১০ হাজার ৫০ জনকে টিকাপ্রদান করে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।