থামছে না ডেঙ্গু আক্রান্তে মৃত্যু, ২৪ ঘন্টায় মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ ০৭:৩০ অপরাহ্ন
থামছে না ডেঙ্গু আক্রান্তে মৃত্যু, ২৪ ঘন্টায় মৃত্যু ৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯২ জনের মৃত্যু হলো।


একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৭৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪১৩ জন।


এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৪৮ জনে।


বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এর আগে গত ৮ ও ৯ নভেম্বর ডেঙ্গুতে ৫ জন করে মোট ১০ জন মারা গেছেন। অর্থাৎ গত তিন দিনে ৫ জন করে মোট ১৫ জন মারা গেছেন।  


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ২৪৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকাতে আছে ১ হাজার ৯১৫ জন, আর বাকি ১ হাজার ৩৩৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪৮৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৪৬ জন।