ভূঞাপুর হাসপাতালে দীর্ঘ ৭ বছর পর এক্স-রে মেশিন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ২৫শে সেপ্টেম্বর ২০২১ ০৫:৩০ অপরাহ্ন
ভূঞাপুর হাসপাতালে দীর্ঘ ৭ বছর পর এক্স-রে মেশিন উদ্বোধন

টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সাত বছর পর ডিজিটাল এক্স-রে মেশিন, টিবি রোগ নির্ণয়নের জন্য অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া আলট্রাসনোগ্রাফি মেশিন, ইসিজি মেশিন দীর্ঘদিন নষ্ট থাকার পর মেরামত করে তা পুনরায় চালু করা হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্স-রে মেশিন উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান মাহমুদ, থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল প্রমুখ।