পূজার ইসলামি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হওয়ার রিউমার মিথ্যা !

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ১০:৪৯ অপরাহ্ন
পূজার ইসলামি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হওয়ার রিউমার মিথ্যা !

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি, যিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন, সম্প্রতি একটি মিথ্যা রিউমারের শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি খবরে দাবি করা হয় যে, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। 


এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা দাবি করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন পূজা চেরি। সেখানে তিনি লিখেছেন, "মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না, কারণ তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। তবে আজকে যে বা যারা এই রিউমারটি ছড়িয়েছেন, এটা নিয়ে কিছু একটা বলা উচিত।"


এছাড়া পূজা চেরি তার স্ট্যাটাসে যোগ করেছেন, "এটি শুধু রিউমার পর্যায়ে থাকলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা উচিত নয়, যা জাতি, বর্ণ বা ধর্মের ওপর প্রভাব ফেলে।"


তিনি আরও স্পষ্টভাবে জানান, "আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকে সম্মান করি এবং উপভোগ করি। এই প্রফেশন ছাড়া আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।"


এই রিউমারটি ছড়ানোর পর পূজা চেরির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং তিনি তার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তার সঙ্গে ইসলামি ছাত্রশিবির বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। 


এ ঘটনায় অনেকেই তার পাশে দাঁড়িয়ে পূজা চেরির চরিত্র এবং তার কর্মজীবনের প্রতি সম্মান জানাচ্ছেন।