নেগেটিভ হওয়ার কতদিন পর টিকা নেবেন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১৪ই এপ্রিল ২০২১ ০১:৩৯ অপরাহ্ন
নেগেটিভ হওয়ার কতদিন পর টিকা নেবেন?

করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।


এ প্রসঙ্গে তিনি বলেন, কারও করোনা হলে অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ চার সপ্তাহ পর টিকা নেওয়া যায়। এই নিয়ম প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া সবার জন্যই প্রযোজ্য। 


টিকার সার্টিফিকেট কবে নাগাদ পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্টিফিকেট নিয়ে কাজ করছে তথ্য ও প্রযুক্ত বিষয়ক মন্ত্রণালয়। আরও এক সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। তখন সবাইকে জানানো হলে তারা টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।


ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘অনেকেই জিজ্ঞাসা করেছেন রোজা রেখে টিকা নিতে পারবেন কিনা। আমি সবাইকে বলতে চাই, রোজা রেখে টিকা নেওয়া যাবে। এ নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, রোজা রেখে টিকা নেওয়াতে কোনো বাধা নেই। এছাড়া সৌদি আরবসহ বিভিন্ন দেশেও টিকাদান কর্মসূচি চলছে।’

 

গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে জাতীয়ভাবে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। টিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি শুরু হয়েছে ৮ এপ্রিল থেকে। কিন্তু লকডাউনের কারণে অনেকেই ঢাকাতে এসে আটকা পড়েছেন। দ্বিতীয় ডোজ টিকা তারা কীভাবে কোথা থেকে নিতে পারবেন এ নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে।


এ বিষয়ে অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, বর্তমানে টিকা কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। এতে করে চাপ বাড়বে। প্রথম ডোজ টিকা নেওয়ার ৮-১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাই টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।



#ইনিউজ৭১/জিয়া/২০২১