আশাশুনি প্রেস ক্লাবে নবাগত ওসির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন
আশাশুনি প্রেস ক্লাবে নবাগত ওসির মতবিনিময় সভা

আশাশুনি থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন আশাশুনি প্রেস ক্লাবে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত ওসি নোমান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, সমাজ তথা দেশের মানুষকে সঠিক পথে আইন মেনে চলাচলের স্বার্থে আমাদের সকলকে কাজ করতে হবে। আমি পুলিশ হিসাবে দায়িত্ব পালন করবো, আপনারা সাংবাদিক-সমাজের সচেতন মানুষ হিসাবে একই দায়িত্ব পালন করা উচিৎ। ছাত্র-যুবক সকলকে স্বস্ব কাজের সাথে সময় দিতে হবে। অবসর সময়ে বৈধ ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ড, পাঠাগারে সময় ব্যয় করতে হবে। 


এজন্য আমি উপজেলার ১১ ইউনিয়নে ক্রীড়া ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, পাঠাগার গড়তে চাই। শ্রমিক-হত দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠাগার থেকে বই নিয়ে পড়ার সুযোগ দেওয়া হবে। অন্যদেরকেও পাঠাগারের বই পড়তে অভ্যস্থ করে তুলতে হবে। তিনি বলেন, আমাদেরকে আগে মানুষকে ভালবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে। হতদরিদ্রদের বুকে টেনে সহযোগিতা করতে হবে। আমরা ভাল ও উন্নত আচরনের অধিকারী হলে সকলকে সুন্দর আলোয় আলোকিত করে তুলতে পারব। 


তিনি প্রেস ক্লাবের সদস্যদেরকে ভাল কাজের সহযোগিতার প্রত্যাশা করে বলেন, আমি এখানে মেহমান, এখানে শিক্ষা, জ্ঞান বিস্তার, ক্রীড়া, সাংস্কৃতি চর্চার প্রসার ঘটানোর চেষ্টা করতে চাই। আসুন সবাই যুব সমাজ তথা মানুষকে ভাল কাজের দিকে নিয়ে আসার চর্চা করি। সাংবাদিকরা তাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


 সভায় অন্যদের মধ্যে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সিনিঃ সহ সভাপতি আলী নেওয়াজ, সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য হাসান ইকবাল মামুন, ডাঃ শাহজাহান হাবিব, জগদীশ চন্দ্র সানাসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।