প্রকাশ: ১৯ মে ২০২১, ১৪:৩০
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বরিশালের হিজলা উপজেলার গণমাধ্যমকর্মীগণ।
হিজলা প্রেসক্লাব ও হিজলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ১৯ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় হিজলা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে, হিজলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও মাইটিভির হিজলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, হিজলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেমজি লাল দাস, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরনবী, আঃ হামিদ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং হিজলা রিপোর্টার্স ইউনিটির কাজী নজরুল ইসলাম, মামুন তালুকদার, মিলন সরদার, আরমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১