
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৩০

হিমালয় পাদদেশের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
