মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ উল্লাহ আকন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অভিযোগে শহরের দুইটি প্রতিষ্ঠানকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন জানান, শ্রীমঙ্গল পৌরসভায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসিল্যান্ড মহিব উল্লাহ আরো বলেন, অবৈধ মজুদকৃত এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে মূল্যবৃদ্ধি ও মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।