
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৪

ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতের মেঘালয়ে অবস্থান করছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ হাদির হত্যা মামলার চার্জশিট দাখিল সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
