রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সন কার্যালয়ে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কবি আব্দুল হাই সিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। এছাড়া স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও সাক্ষাতে অংশ নেন।
বৈঠকে দেশের গণমাধ্যম, সাংবাদিকদের নিরাপত্তা, সংবাদ পরিবেশের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুই পক্ষই সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সমর্থন এবং গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জানান, এটি একটি সৌজন্য বৈঠক, যা দেশের গণতান্ত্রিক ও পেশাগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ।