প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৯

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় শীর্ষ দৈনিক কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পত্রিকাটির বরিশাল অফিসের আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক, সামাজিক, সামাজিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব প্রাঙ্গণ।
