বরিশাল জেলা ও সিটি করপোরেশনে আগামী ১৫ মার্চ একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় বরিশাল নগরসহ গোটা জেলার ৩ লাখ ৬৯ হাজার ৫৯০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৫৮ হাজার ৪৬০ শিশু এবং বরিশাল জেলার ১০টি উপজেলার ২৫৮টি ওয়ার্ডে মোট ৩ লাখ ৬৯ হাজার ৫৯০ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার ও বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশন ও জেলা সিভিল সার্জনের আয়োজনে এক ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সিটি করপোরেশন ছাড়া বরিশাল জেলায় ছয় থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৩৪১ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, যার ক্ষমতা এক লাখ ওট। অন্যদিকে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৬ হাজার ৭৮৯ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, যার ক্ষমতা দুই লাখ ওট।
এছাড়া, বরিশাল জেলার ১০ উপজেলার ৮৭ ইউনিয়নের ২৫৮টি ওয়ার্ডে ২ হাজার ৭৩টি স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্র তৈরি করা হয়েছে। এই কার্যক্রম পরিচালনা করবেন মোট ৪ হাজার ১৪৬ জন সেচ্ছাসেবক। বরিশাল সিটি করপোরেশনেও ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৫৮ হাজার ৪৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজরুল ইসলাম শুভ্র জানান, ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ১৫ মার্চ সুষ্ঠু ও সফল ক্যাম্পেইন পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।