বাচাঁর জন্য লড়াই করে যাচ্ছেন প্রভা

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৮ই এপ্রিল ২০২২ ১০:১৫ অপরাহ্ন
বাচাঁর জন্য লড়াই করে যাচ্ছেন প্রভা

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যারিয়ারের সুসময়ে থাকা অবস্থায় একটি ঘটনাকে কেন্দ্র করে অনেকটা আড়ালে চলে যান। তবে এই অভিনেত্রী দমে যাননি, বেঁচে থেকে লড়াই করে যাচ্ছেন।


বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ইনস্টাগ্রাম স্ট্যাটাসে প্রভা লেখেন, ‘কতবার কষ্ট পেয়েছি! আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। আলহামদুলিল্লাহ্‌। ’


এরপর দিন শুক্রবার (৮ এপ্রিল) তার স্টোরিতে শেয়ার করেন, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে। ’


২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি।