শ্রীমঙ্গলে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই মার্চ ২০২৫ ০৩:৫৯ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘উপজেলাভিত্তিক ক্বেরাত প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে শ্রীমঙ্গল পৌরসভা। 


বৃহস্পতিবার শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিরতণ করা হয়। 


শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। 


শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম। 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম , দৈনিক প্রতিদিনের সংবাদ'র শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, ইসলামকি ফাউন্ডেশনের আব্দুর রব, মোঃ মোজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-প্রতিনিধিগন।


প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৩ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ ও তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী ৪ ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়। 


প্রতিযোগিতায়  উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞ ৬জন হাফেজ, আলেম ক্বারী বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার আলিয়া, ইবতোয়ি, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় চল্লিশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।