পাখির ঝাঁককে ধাক্কায় বিমান দুর্ঘটনা, নিহত ৩০ ॥ বহু হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৫শে ডিসেম্বর ২০২৪ ০৮:১২ অপরাহ্ন
পাখির ঝাঁককে ধাক্কায় বিমান দুর্ঘটনা, নিহত ৩০ ॥ বহু হতাহতের আশঙ্কা

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩০ জনের বেশি প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ৬৭ জন আরোহী নিয়ে উড্ডয়ন করা বিমানটি হঠাৎ আগুনে জ্বলে ওঠে। এতে বেশ কিছু মরদেহ উদ্ধার করা হলেও, প্রাথমিক তথ্য অনুযায়ী, অনেক যাত্রী বেঁচে আছেন বলে জানা গেছে। বিমানটি পাখির ঝাঁক সঙ্গে ধাক্কা খাওয়ার পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।


আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই দুর্ঘটনার পর তার রাশিয়া সফর সংক্ষিপ্ত করে সেন্ট পিটার্সবার্গ ত্যাগ করেছেন। এই দুর্ঘটনায় শোক জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন ইতোমধ্যেই প্রেসিডেন্ট আলিয়েভকে ফোন করে সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনায় নিহতদের আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। চেচনিয়ার নেতা রমজান কাদিরভও শোক প্রকাশ করেছেন, তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


কাজাখস্তানের কর্তৃপক্ষ এ ঘটনার তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠন করেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।