ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’। সিনেমাটির প্রচারণায় এখন কলকাতায় আছেন এই নায়িকা।
সেখানে প্রচারণার সময় প্রশ্নোত্তর পর্বে কলকাতার সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার পাশাপাশি নায়িকার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গও উঠে এসেছে।
অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, ‘জীবনে কোন ঘটনাটি না ঘটলে খুশি হতেন?’ জবাবে নায়িকা বলেন, ‘শাকিব খানের সঙ্গে বিয়ে। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তাহলে ভালো হতো। বিয়ে, বাচ্চা- সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি।’
‘জীবনের কোন ঘটনায় খুশি হয়েছেন?’ বিপরীতমুখী এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘মা হওয়াটা। ভুল করে হলেও মা হয়েছি।’
তিনি আরও বলেন, ‘সন্তান জন্মের পর মোটা হয়ে গেছি। এটা নিয়ে কেউ গসিপ বা ট্রোল করলেও খারাপ লাগে না। সন্তান জন্মের পরও নায়িকা চরিত্রে অভিনয় করছি। কলকাতায় সিনেমা মুক্তি পাচ্ছে। আর কী চাই।’
জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের সঙ্গী হয়েছেন গৌরব চক্রবর্তী। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন পরমব্রত চ্যাটার্জি, সুমন্ত মুখার্জি, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসু প্রমুখ।
এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।