কুড়িগ্রাম সফর বাতিল করে ঢাকা ফিরে গেলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ০৬:২১ অপরাহ্ন
কুড়িগ্রাম সফর বাতিল করে ঢাকা ফিরে গেলেন আসিফ মাহমুদ

বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণে কুড়িগ্রাম সফর বাতিল করে ঢাকায় ফিরে গেছেন যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালেই তিনি নীলফামারিতে অবস্থান করছিলেন এবং সেখানে থেকে কুড়িগ্রামে আসার পরিকল্পনা ছিল। তবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনি তার সফর বাতিল করে ঢাকায় ফিরে যান।  


কুড়িগ্রামে আসিফ মাহমুদের আগমন উপলক্ষে স্থানীয়ভাবে গণসংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তার সফর স্থগিত হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।  


সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, ‘‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অর্থলোপাট ও দুর্নীতি নিয়ে কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও মিলেছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এই ষড়যন্ত্রে যারা জড়িত থাকবে, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’’


আসিফ মাহমুদের সফরের মধ্য দিয়ে কুড়িগ্রামবাসী তাকে গণসংবর্ধনা প্রদান করত, যা এখন স্থগিত হয়েছে। তার সফরের পরবর্তী তারিখ এবং গন্তব্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।