https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শহীদ জুলাই স্মৃতিতে চ্যারিটি কনসার্টে, রাহাত ফতেহ আলী খানের গান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮

শেয়ার করুনঃ
শহীদ জুলাই স্মৃতিতে চ্যারিটি কনসার্টে, রাহাত ফতেহ আলী খানের গান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’ শহীদ জুলাই আন্দোলনের স্মৃতিতে একটি বিশেষ চ্যারিটি কনসার্টের আয়োজন করছে। ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই কনসার্টের উদ্দেশ্য শহীদদের পরিবারের সহায়তা, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহ করা। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছে ‘ইকোস অব রেভোলিউশন’। 

এদিন কনসার্টে বিশেষ অতিথি হিসেবে পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিনা পারিশ্রমিকে গান গাইবেন। রাহাত ফতেহ আলী খানের পাশাপাশি কনসার্টে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো, যেমন- আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ। র‌্যাপ শিল্পী সেজান, হান্নান এবং সিলসিলাও মঞ্চে তাদের পরিবেশনায় অংশ নিবেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী স্টেডিয়াম ভাড়া মওকুফ করেছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আয়োজক সংগঠন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে, যা গত ১২ ডিসেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এছাড়া, কনসার্টের সময় শহীদ জুলাই আন্দোলনের গ্রাফিতি প্রদর্শনী এবং একটি মঞ্চনাটকও অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য থাকবে মুগ্ধ ওয়াটার জোনসহ আরও নানা কর্নার। কনসার্ট থেকে বিক্রি হওয়া সব টিকিটের অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে, যা শহীদদের পরিবারের সহায়তা এবং আহতদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কনসার্টের টাইটেল স্পনসর হিসেবে থাকবে প্রাইম ব্যাংক। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে শহীদ জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে এবং জনগণ আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। 

কনসার্টের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়, তবে গেট খুলবে দুপুর ২টায় এবং বন্ধ হবে সন্ধ্যা ৭টায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

২০১৬ সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচিত হন ড. মাহফুজুর রহমান। তার গান প্রায়শই সমালোচনার এবং আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তবে, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব থেমে গেলেও, তার গান পরিবেশন থেমে যায়নি। তিনি ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করতেন, কিন্তু এবারের ঈদে ভক্তদের জন্য একটি দুঃখজনক খবর রয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমের

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকেরা শুধু

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

একসময় গান-অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে ইসলামের ছায়াতলেই সকল সুখ খুঁজে পেয়েছেন ছোট পর্দার অভিনেতা ও গায়ক তামিম মৃধা।  দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান নিয়েও হাজির হন না।  বরং ইদানিংকালে তামিমকে দেখা যাচ্ছে একটি ইসলামিক পডকাস্ট পরিচালনা করতে। যেখানে উপস্থিত থাকছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।  ইসলামের বিভিন্ন দিক, বিষয়

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই। আজ ভোর রাতে আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি! অভিনেতার বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি বেলা ২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা

এখনই স্থানীয় সরকার নির্বাচন চাইছেন আসিফ আকবর

এখনই স্থানীয় সরকার নির্বাচন চাইছেন আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, 'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।' এই মন্তব্যের মাধ্যমে তিনি দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেন। অন্যদিকে, আসিফের পোস্টে একজন নেটিজেন মন্তব্য করেন যে স্থানীয় নির্বাচন না চাওয়ার কারণ হচ্ছে রাজনৈতিক