রোজার দিন, বেলা ১২টার আগে আড়মোড়া ভাঙে না শপিং সেন্টারগুলোর! সেখানে সকাল পৌনে দশটার সময় মচ্ছব পড়ে গেছে রাজধানীর বসুন্ধরা শপিংমলের সিনেপ্লেক্সের সামনে। ১০টা না বাজতেই কাউন্টারের সামনে বিশাল লাইন। পাশে জটলা।
কারণ ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। হলিউডের এ ছবিটি সারাবিশ্বে মুক্তি পাবে আগামী ৬ মে। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্স একই দিন পর্দায় তুলবে এটি। এ কারণে আজ (২১ এপ্রিল) অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল প্রেক্ষাগৃহটি। আর সে কারণেই সকাল থেকেই মানুষে ঠাসা বসুন্ধরার সিটির অষ্টম লেভেল।
সরজমিনে গিয়ে দেখা যায়, টিকিট কাটতে আসা দর্শকদের প্রায় সবাই বয়সে তরুণ ও মার্ভেল সিরিজ ভক্ত।তেমন একজন রাকিব। কথা বললেন বাংলা ট্রিবিউনের সঙ্গে। তিনি বলেন, ‘বরাবরই মার্ভেলের ছবিগুলো দেখি। আর ঈদের পরপরই এটি আসবে। তখন ছুটিও থাকবে। সবার হাতেই সময় থাকে। পরিবার ও বন্ধুরা মিলে দেখবো বলে আগেই টিকিট কনফার্ম করতে এসেছি।’
এদিকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে দশটা থেকে কাউন্টার চালু করা হয়েছে। তার আগেই লম্বা কয়েকটি লাইট পড়ে গেছে। করোনার শুরুর পর এমন ভিড় দেখা গেল কাউন্টারে।
মার্ভেলের জনপ্রিয় চরিত্র ডক্টর স্ট্রেঞ্জ। ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’র দ্বিতীয় ট্রেলারে দেখা গেছে, এলিজাবেথ ওলসেনের স্কারলেট উইচ চরিত্রটি এবং একটি অডিও ক্যামিও যার আওয়াজ অনেকটাই প্যাট্রিক স্টুয়ার্টের মতো, যাকে ‘এক্স-মেন’ সিরিজে প্রফেসর এক্স হিসেবে দেখা গিয়েছিল।
ট্রেলারে ডক্টর স্ট্রেঞ্জ অর্থাৎ বেনেডিক্ট কাম্বারব্যাচকে দেখা যাচ্ছে একটি দুঃস্বপ্ন থেকে তিনি জেগে উঠছেন এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে চলেছেন। আর সেখানে থেকেই মাল্টিভার্স খুলে যাচ্ছে।
এই ‘মাল্টিভার্স অব ম্যাডনেস’-এ ফিরতে চলেছেন ওয়াং চরিত্রে বেনেডিক্ট ওয়াং, ডক্টর ক্রিশ্চিন পালমারের চরিত্রে র্যাচেল ম্যাকঅ্যাডামস এবং কার্ল মোডোর চরিত্রে চিউটেল এজিওফোর।ছবিটি পরিচালনা করছেন স্যাম রাইমি। চিত্রনাট্য লিখেছেন মাইকেল ওয়ালড্রন ও জেড হ্যালি বারলেট।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।