দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ০৫:২২ অপরাহ্ন
দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে অংশগ্রহণ করতে দীর্ঘ পাঁচ বছর পর দেশে এসেছেন তিনি।  


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। পোস্টে আজহারী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি।”  


তিনি আরও উল্লেখ করেন, “উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।”  


আজহারী জানান, প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। তার দাওয়াতি অভিযাত্রা নব উদ্যমে শুরু করার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।  


এর আগে, চলতি বছরের ২ অক্টোবর দেশে ফিরলেও মাত্র ৯ দিন অবস্থানের পর ১১ অক্টোবর তিনি আবারও মালয়েশিয়া ফিরে যান। এবার ডিসেম্বরে আবার দেশে ফিরে তিনি তাফসিরুল কুরআনের কার্যক্রম শুরু করলেন।  


মাওলানা মিজানুর রহমান আজহারীর জীবনী অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস। ১৯৯০ সালে ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করা আজহারী মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির ও কুরআনিক সায়েন্সে অনার্স এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তার দাওয়াতি কার্যক্রমের জন্য দেশ ও বিদেশে রয়েছে অসংখ্য অনুসারী।  


প্রিয় মাতৃভূমিতে তার এবারের সফর ধর্মপ্রাণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। মাহফিলগুলোতে অংশগ্রহণের মাধ্যমে তার বক্তৃতা ও দাওয়াতি কার্যক্রম অনেককে ইসলামিক শিক্ষা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।